চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ এর মিছিল যুদ্ধাপরাধী সাকা’র মৃত্যুদন্ড আপিল বহাল রাখার দাবিতে

0

সিটিনিউজবিডি :  মানবতাবিরোধী যুদ্ধাপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদন্ড আপিল বহাল রাখার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ, চট্টগ্রাম।  ফাঁসি ছাড়া অন্য কোন শাস্তি হলে চট্টগ্রামবাসীকে রাজপথে নেমে আসারও আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে সমাবেশ থেকে এ আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের সংগঠকরা।  সাকা’র ফাঁসির রায় বহাল রাখার দাবিতে মিছিলও করেছে সংগঠনটি।

ইতোমধ্যে গণজাগরণ মঞ্চ রায়ে মৃত্যুদন্ড বহাল না থাকলে আবারও রাজপথে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে।  অন্যদিকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন বুধবার সকাল থেকে একাত্তরের টর্চার সেল গুডস হিলের অদূরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে।  সংগঠনগুলোর নেতারাও আপিল বিভাগের রায়ে মৃত্যুদন্ড বহাল থাকবে বলে প্রত্যাশা করছেন।

মঙ্গলবার বিকেলে গণজাগরণ মঞ্চের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্য সচিব ও উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি ডা.চন্দন দাশ ।

সমাবেশে বঙ্গবন্ধ‍ু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অনুপ বিশ্বাস, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নোবেল, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরি জয়ও বক্তব্য রাখেন।

এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা.এ কিউ এম সিরাজুল ইসলাম, গেরিলা মুক্তিযোদ্ধা তপন দস্তিদার, আবৃত্তিকার পঞ্চানন চক্রবর্তী, শিক্ষিকা সালমা জাহান মিলি, খেলাঘর সংগঠক মোরশেদ আলম, সাবেক ছাত্রনেতা শিবুপ্রসাদ চৌধুরী, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ ও রুবেল দাশ প্রিন্স, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈঞ্চবসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সংগঠকরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.