চসিককে ছয়টি বাজার ৮ কোটি ১৯ লাখ টাকায় ইজারা দেয়ার অনুমতি

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৬টি বাজার ৮ কোটি ১৯ লাখ  ২৩ হাজার ৩৫৮ টাকায় ইজারা দেয়ার অনুমতি দিল  স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ থেকে ১০ জুলাই স্মারক নং ৪৬.০৪১.০৩০.০৯.০০.০০৯.২০১১-৩১৩ মূলে উপ সচিব মুহম্মদ ইকবাল হুসাইন স্বাক্ষরিত পত্রে স্থানীয় সরকার বিভাগ হতে ২০১১ সালের জারিকৃত সরকারি হাট-বাজার সমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং এর থেকে প্রাপ্ত আয় বন্টন সম্পর্কিত নীতিমালার ২.১০ নং অনুচ্ছেদ মোতাবেক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ মে সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন ৬টি বাজার বাংলা ১৪২৪ সনের জন্য ইজারা প্রস্তাব নির্দেশক্রমে অনুমোদন প্রদান করা হয়।

কর্পোরেশনের মালিকানাধীন “সাগরিকা গরুর বাজার” ইজারাদার-আলহাজ্ব সাইফুল হুদা জাহাঙ্গীরকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায়, “বিবির হাট গরুর বাজার” ইজারাদার-জনাব মো. জামশেদ খানকে ১ কোটি ৫২ লক্ষ ৭ শত ৮৬ টাকায়, “কর্ণেল হাট” এ রহমান এন্ড সন্সকে ১২ লক্ষ ১২ হাজার ৭শত ৮৬ টাকায়, “ফইল্যাতলী বাজার” মো. জসিম উদ্দিনকে ১১ লক্ষ ৫৫ হাজার ৭ শত ছিয়াশি টাকায়, “বকশির হাট” এস এম মারুফকে ১৪ লক্ষ ৫৩ হাজার টাকায় এবং “দেওয়ান হাট” মো. আবদুর রশিদ লোকমানকে ৪ লক্ষ ১ হাজার টাকায় ইজারা প্রদান এর অনুমোদন দিয়েছে। এর ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ কোটি ১৯ লক্ষ ২৩ হাজার ৩ শত ৫৮ টাকার রাজস্ব আয় হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.