অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সম্মেলন রোববার

0

গোলাম সরওয়ার, সিটিনিউজ :  অবশেষে সব আলোচনা উড়িয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনে অনুষ্ঠিত হবে কাল রোববার(১৬ জুলাই) সকালে নগরীর বাকলিয়ায় কে বি কনভেনশন সেন্টারে ।

সম্মেলনকে ঘিরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রতিটি উপজেলায় নেতাদের মাঝে চলছে নানা রকম জল্পনা কল্পনা ।

শুক্রবার(১৪ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সম্মেলন প্রস্তুতিপূর্বক এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ জানান, আগামী ১৬ জুলাই রোববার সকালে বাকলিয়ায় কে বি কনভেনশন সেন্টারে আয়োজিত এই প্রতিনিধি সম্মেলনে সংসদ সদস্য, কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও ৮ টি উপজেলা ও ৫ টি পৌরসভার তৃণমূলের ২ হাজার ২০০ জন প্রতিনিধি উপস্থিত থাকছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুিত সভা

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপহ্মব বড়ুয়া।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে একনেকে পাশ হওয়া লালখান বাজার হতে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে’ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে শহীদ হওয়া দক্ষিণ জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা বাঁশখালীর কৃতী সন্তান মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দের নামে নামকরণ করার দাবি জানানো হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের সকল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে নৌকার বিজয় আনতে সহায়ক হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় উন্নয়নের ফলে বর্তমান সরকারের ভাবমূর্তি বেড়েছে। এই সাফল্যের ধারাকে বজায় রাখতে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

২০১৮ সালের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের ৬টি আসনসহ বাংলাদেশে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। এছাড়া দক্ষিণ জেলা ঘিরে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.