নতুন ৪ শিশু ভর্তি,  সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু

0
কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড::সীতাকুণ্ডের বার আউলিয়ায় হাম রোগে আক্রান্ত নতুন করে আজ মঙ্গলবার (১৯ জুলাই) আরো ৪ শিশুকে সকালে ফৌজদারহাটস্থ  বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জেন্ট আজিজুর রহমান সিদ্দিকী। নতুন ভর্তি হওয়া শিশুগুলো হচ্ছে, রুপালী (৫) মিলন (১২) পপি (২) এবং অঞ্জনা (২)। এদিকে আজ দুপুরে হাসপাতাল থেকে ২০ জন শিশুকে সুস্হ্য অবস্হায় বাড়ি পাঠানো হয়েছে।
ফৌজদারস্হ বিআইটিআইডি’র অধ্যাপক ডা.মামুনুর রশিদ বলেন, জ্বর নিয়ে ভর্তি হওয়া ত্রিপুরা পাড়ার ২০ জন শিশু এখন সম্পুর্ন সুস্হ্য। তাই তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে।
এসময় সুস্থ ২০ শিশুর হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদেরকে অভিনন্দন জানান, ঢাকা মহাখালী স্বাস্হ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর প্রফেসর আবুল হাসেম খাঁন, সিভিল সার্জেন্ট আজিজুর রহমান সিদ্দিকী।
এদিকে আজ এক সংবাদ সন্মেলনে সিভিল সার্জেন্ট আজিজুর রহমান সিদ্দিকী জানান, এ পর্যন্ত সোনাইছড়ি বার আউলিয়া ত্রিপুরা পাড়া থেকে মোট ৯২ শিশুকে হাসপাতালে বর্তি করা হয়, তাদের মধ্যে ৬৩ জন চমেক হাসপাতালে রাখা হয়। আজ ২০ জনকে রিলিজ দেওয়া হয়। নতুন ভর্তি হওয়া আজ ৪ জন সহ ১৩ জন ফৌজদারস্থ বিআইটিআইডিতে আছে।
এছাড়া আজ ৬ জনকে ফৌজদারহাট থেকে চমেকে রেপার করা হয়েছে। তবে আতংন্খের কোন কারণ নেই।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.