গুড়ি গুড়ি বৃষ্টিতেও ভোগান্তি

0

এম এ মজিদ::কখনো তীব্র গরম, কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার সড়ক ডুবে ভোগান্তি উঠে চরমে। সামান্য বৃষ্টিতেও যেন নিস্তার নেই নগরবাসীর। গুড়ি গুড়ি স্বস্তির বৃষ্টিতেও নগরবাসীর জীবনে নেমে আসে দুর্ভোগ। গুড়ি বৃষ্টি হলেই দেখা দেয় পরিবহন সংকট। শুধু গণ পরিবহন নয়, সিএনজি চালিত অটোরিক্সাও যাত্রীদের কাছে হাঁকেন দ্বিগুণ ভাড়া।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় নগরীর বহদ্দারহাট মোড়ে দেখা যায় এমন দৃশ্য।

যাত্রীদের অভিযোগ সামান্য বৃষ্টি দেখলেই গাড়ির চালকরা গাড়ি একপাশে নিয়ে সংকট সৃষ্টি করে। এরপর গাড়ির জন্য মানুষের ভীড় দেখা দিলে দ্বিগুণ ভাড়ার ঘোষণা দিয়ে যাত্রী তোলেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাধ্য হয়ে তাদের গন্তব্যে যান বলে অভিযোগ করেন।

বহদ্দারহাট মোড়ে মো. রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বহদ্দারহাট মোড় থেকে চকবাজার পর্যন্ত রিক্সার ভাড়া ২০ থেকে ২৫ টাকা। অথচ সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিতে ৫০ টাকা ভাড়া হাঁকছেন রিক্সাচালকরা।

বহদ্দারহাট মোড়ে দেখা যায়, মানুষের ভীড় দেখে উঠা-নামা ১০ টাকা ঘোষণা দিয়ে যাত্রী তুলছেন। বাধ্য হয়ে যাত্রীরা হুমড়ি খেয়ে উঠছেন। আবদুল ওয়াহাব নামের পঞ্চাশোর্ধ এক যাত্রী সিটিনিউজকে বলেন, বহদ্দারহাট থেকে চকবাজারের ভাড়া ৫ টাকা। গাড়ি না পাওয়ায় দ্বিগুণ ভাড়ায় বাধ্য হয়ে উঠতে হচ্ছে। যাত্রী হয়রানি বন্ধ ও গণ পরিবহন সংকট বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.