৫ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে র‌্যাবের মামলা

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামে ১৫৫ মেট্রিক টন সরকারি চাল পাচার এবং পাচারের সাথে জড়িত ৫ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে র‍্যাব।

মঙ্গলবার রাতে র‌্যাব-৭ এর নায়েক সুবেদার জহির উদ্দিন বাদি হয়ে নগরীর হালিশহর থানায় মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানা ওসি মাহফুজুর রহমান জানান, সরকারী খাদ্য গুদাম থেকে পাচারকালে ৭ ট্রাক ভর্তি ১৫৫ মেট্রিক টন (৩ হাজার ৯৬ বস্তা) চাল জব্দ এবং পাচারের সাথে জড়িত হালিশহর সিএসডি গোডাউনের ম্যানেজার প্রণয়ন চাকমাসহ ৫ জনকে মামলায় আসামি দেখিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও জব্দ করা চালসহ ট্রাকগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর হালিশহর সিএসডি গোডাউন ও সিটি গেইট সংলগ্ন অপর একটি বেসরকারি গুদামে এ অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ সরকারি চাল জব্দ করে র‍্যাব।

পাচারের কাজে জড়িত থাকায় ৫ খাদ্য কর্মকর্তা কে আটক করা হয়।

তারা হলেন- ম্যানেজার প্রণয়ন চাকমা (৪৭), শামসুল হুদা (৪৮), মিজান (২২), শফি আলম (২৭) ও মো. ওসমান (৪৫)।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.