চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা আজ চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন সভায় সভাপতিত্ব করেন।

চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকগণ সমন্বয় সভায় নিজ নিজ জেলার উন্নয়ন অগ্রগতি ও আইন-শৃঙ্খলার প্রতিবেদন তুলে ধরেন।

পাহাড় ধসের কথা উল্লেখ করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন,

পাহাড় ধসে প্রায় শতাধিক মানুষ প্রাণ হারায়। আরো কয়েক হাজার মানুষ বর্তমানে ঝুঁকির মধ্যে আছে।

সাময়িকভাবে স্কুল, কলেজ, রেডিও অফিস এবং পাসপোর্ট অফিসে আশ্রয় দেয়া হয়েছে।

সরকারের এদের নিয়ে উদ্ভাবনীমূলক চিন্তা রয়েছে। ঈদে এদের জন্য নতুন পোষাক পরিচ্ছদ, উন্নত খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

জলাবদ্ধতার কথা উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিনিধি বলেন,

মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ এক্সেস রোড ও সিডিএ’র কিছু অংশ জলাবদ্ধতার সৃষ্টি হয়। সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনের জন্য শতভাগ চেষ্টা করছে।

চোরাইপথে ইয়াবা পাচার হচ্ছে বলে বিভাগীয় কমিশনার বলেন, ইয়াবা বর্তমান প্রজন্মের জন্য মারাত্মক হুমকি স্বরুপ।

যেকোন মূল্যেই হোক ইয়াবা পাচারকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা নাহলে এ প্রজন্মকে রক্ষা করা দূরহ হয়ে যাবে।

এজন্য জেলা প্রশাসকদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.