মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের সম্ভাবনা – এনএসসি

0

স্পোর্টস ডেস্ক :: জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব অশোক কুমার বিশ্বাস জানান,

ঢাকার বাইরে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের ইচ্ছা পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর জন্য প্রাথমিকভাবে মানিকগঞ্জের ধুতরাবাড়ি এলাকাকে চিহ্নিত করা হয়েছে।

আর স্টেডিয়াম নির্মাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওই এলাকা পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা।

এনএসসি সচিব বলেন, এটা প্রাথমিক পদক্ষেপ।

বুয়েট এবং এনএসসি প্রকৌশলীরা একটি প্রতিবেদন পেশ করবেন।

এরপর মাটি পরীক্ষার রিপোর্ট, জমির দামসহ একটি রিপোর্টের জন্য একটি ফার্ম নিয়োগ করা হবে।

তিনি বলেন, একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে প্রায় ২৫ একর জমি প্রয়োজন।

প্রয়োজনীয় জমি সেখানে আছে। বুয়েট প্রতিনিধি দল ইতিবাচক রিপোর্ট দিলে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।

অশোক কুমার বিশ্বাস বলেন,

আমাদের লক্ষ্য হচ্ছে, পদ্মার কাছাকাছি একটি স্টেডিয়াম নির্মাণ করা।

তবে নদী ভাঙ্গনের বিষয়টিও আমাদের নজরে রাখতে হবে। বর্তমান সরকারের আমলেই স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হবে।

নতুন এই স্টেডিয়ামের মাধ্যমে আন্তর্জাতিক দর্শনার্থীরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। যা থেকে ক্রিকেট ও পর্যটন উভয়ই লাভবান হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.