৩য় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলছে

0

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :: দেশব্যাপী শুরু হচ্ছে ৩য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)।

নিয়মাবলী:

১)অংশ নিতে পারবে ১ জানুয়ারি ২০০২ এর পর জন্ম নেওয়া যে কোন শিক্ষার্থী।

২)বিডিজেএসও অনুষ্ঠিত হবে দুইধাপে। প্রথম ধাপে হবে আঞ্চলিক অলিম্পিয়াড ও একটি ই-অলিম্পিয়াড।

৩)অলিম্পিয়াডে ক্যাটাগরি তিনটি- জুনিয়র (৬ষ্ঠ-৮ম), সেকেন্ডারি (৯ম-১০ম) ও বিশেষ (১ জানুয়ারি ২০০২ এর পরে জন্ম এমন ১১শ-১২শ শিক্ষার্থী)।

৪)বিডিজেএসও-এর প্রথম ধাপ আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, দিনাজপুর ও লক্ষ্মীপুরের নির্ধারিত ভেন্যুতে। এর বাইরে অনুষ্ঠিত হবে একটি ই-অলিম্পিয়াড।

৫)যে কোন ভেন্যুতে বা অনলাইনে অংশ নিতে পারবে বাংলাদেশের শিক্ষার্থীরা।

৬)আঞ্চলিকের বাছাইকৃত ও ই-অলিম্পিয়াডের সেরাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে ৩য় জাতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

৭)জাতীয় অলিম্পিয়াড থেকে বাছাইকৃতদের নিয়ে ক্যাম্প আয়োজন করে সেখান থেকে সেরাদের নিয়ে গঠন করা হবে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল।

৮)আঞ্চলিক অলিম্পিয়াডে প্রশ্ন হবে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে। ১৫ টি সমস্যার সমাধান করার জন্য সময় পাওয়া যাবে ১ ঘণ্টা ১৫ মিনিট। সমস্যাগুলো এমন হবে যে উত্তর দেওয়া যাবে এক শব্দে।

গতকাল শুক্রবার থেকে একযোগে সব অঞ্চলের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে—

ঢাকা অঞ্চল : শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২ এলিফেন্ট রোড, ঢাকা, মোবাইল : ০১৯৭১৩৮৫৫৫১।

চট্টগ্রাম অঞ্চল : জেলা শিল্পকলা একাডেমী, এম এম আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম, মোবাইল : ০১৫২১৩২৮৮৪২।

খুলনা অঞ্চল : সানশাইন এডুকেশন কেয়ার (২য় তলা ), ১০/৬ পুলিশ লাইন পূর্ব গলি, খুলনা, মোবাইল : ০১৬১০১৩৫৭৯০।

রাজশাহী অঞ্চল : রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব, তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে, মোবাইল : ০১৭৫৩৮৪১৮১৬।

বরিশাল অঞ্চল : ডি ডব্লিও এফ নার্সিং কলেজ, সি অ্যান্ড বি রোড, বরিশাল, মোবাইল : ০১৬৭১৬৩৯১৬১।

সিলেট অঞ্চল : কর্মশালা, এ বিল্ডিং, শাবিপ্রবি, সিলেট, মোবাইল : ০১৮৪২৪১৪০৭৯।

ময়মনসিংহ অঞ্চল : এইচ এ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ, খান কমপ্লেক্স, তারাকান্দা বাজার, ময়মনসিংহ, মোবাইল : ০১৭১৬৯২০৭৫০।

দিনাজপুর অঞ্চল : দিনাজপুর ম্যাথ ক্লাব, সদর হাসপাতাল মোড়, গুলকুঠি রোড, দিনাজপুর, মোবাইল : ০১৭২৫০১৩১৪৬।

লক্ষ্মীপুর অঞ্চল : গণিত ক্লাব, হায়দার শপিং কমপ্লেক্স , হসপিটাল রোড, লক্ষ্মীপুর, মোবাইল: ০১৫২১২৫৩০৯৮।

আলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে : http://bdjso.org/ এই ঠিকানায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.