বোয়ালখালীতে দুদকের গণশুনানী রোববার

0

বোয়ালখালী প্রতিনিধি:: বোয়ালখালীতে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র গণশুনানী আগামীকাল ২৩জুলাই রবিবার সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ

এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে টাঙানো ব্যানার নিয়ে গেছে চোরের দল

গণশুনানীতে উপজেলা ভূমি অফিস, সাব-রেজিষ্ট্রারের কার্যালয়, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হিসাব রক্ষণ অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, প্রাশমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সর্ম্পকে সুনির্দিষ্ট অভিযোগ করা যাবে।

এ কার্যালয়ের বিরুদ্ধে অভিযোগ আজ শনিবার বিকেল ৪টার মধ্যেই তালিকা ভুক্ত হতে দুদক চট্টগ্রাম-২ এর উপ পরিচালক, সহকারী পরিচালক উপসহকারী পরিচালকের মোবাইলে জানাতে বলা হয়।

এছাড়া উপজেলা সদরে শনিবার দুপুর থেকে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে বোয়ালখালী দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক এসএম মো. আফাজুর রহমান।

তিনি আরো জানান,

উপজেলা পরিষদের সামনে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র গণশুনানী’র উপলক্ষে টাঙানো ব্যানারটি কে বা কারা গতকাল শুক্রবার চুরি করে নিয়ে গেছে।

এলাকাবাসী জানান,

উপজেলা কৃষি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশলী কর্মকর্তার কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়, বোয়ালখালী থানা, কমিউনিটি ক্লিনিক, মৎস্য অফিস, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে।

অথচ সেই কার্যালয়গুলোর বিষয়ে কোনো অভিযোগ গণশুনানীতে নেয়া হচ্ছে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.