এইচএসসি পরীক্ষায় এক নজরে ১০ বোর্ডের পাসের হার

0

সিটিনিউজ ডেস্ক :   এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সমীকরণে এবারো দুটোই কমেছে । বোর্ড অনুযায়ী ছাত্র-ছাত্রীর পাসের হার ও জিপিএ-৫ ছিল নিম্নরূপ। ঢাকা বোর্ডে ছাত্রীদের পাসের হার (%) ৭১.৪১, রাজশাহী বোর্ডে ৭৬.০১, কুমিল্লায় ৪৯.৪৮, চট্টগ্রামে ৬২.৬৫, বরিশালে ৭৩.৪১, সিলেটে ৭৩.৩৬, দিনাজপুরে ৬৮.৩৯, মাদ্রাসা বোর্ডে ৭৬.৬০, কারিগরি বোর্ডে ৮৬.১১, ডিআইবিএস-এ ৮২.৪৫, মোট ১০ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০.৪৩। বোর্ড অনুযায়ী ছাত্রীদের জিপিএ ঢাকায় ৮৮২৫ জন, রাজশাহীতে ২৩৫৫ জন, কুমিল্লায় ৩৫৩ জন, চট্টগ্রামে ৬২৪ জন, বরিশালে ৪১৮ জন, সিলেটে ২৪৫ জন, দিনাজপুরে ১১৯৬ জন, মাদ্রাসায় ৪৯৯ জন, কারিগরিতে ১৬৬৬ জন, ডিআইবিএস-এ ১১১ জন, মোট জিপিএ ৫ পেয়েছে ১৭৪৩৪ জন। বোর্ড অনুযায়ী ছাত্রদের পাসের হার ঢাকায় ৬৮.১৬, রাজশাহীতে ৬৭.৪৬, কুমিল্লায় ৪৯.৫৬, চট্টগ্রামে ৫৯.৫৫, বরিশালে ৬৭.৩৬, সিলেটে ৭০.৩৯, দিনাজপুরে ৬২.৮১, মাদ্রাসায় ৭৭.৩৩, কারিগরিতে ৭৯.৩৭, ডিআইবিএস-এ ৬৮.৬২, সর্বমোট ৬৭.৬১। বোর্ড অনুযায়ী ছাত্ররা জিপিএ ৫ পেয়েছে ঢাকায় ১০১০৫ জন, রাজশাহীতে ২৯৩৯ জন, কুমিল্লায় ৩২৫ জন, চট্টগ্রামে ৭৬৭ জন, বরিশালে ৩৯৭ জন, সিলেটে ৪৫৫ জন, দিনাজপুরে ১৭৯১ জন, মাদ্রাসায় ১৩১৬ জন, কারিগরিতে ১০০৩ জন, ডিআইবিএস-এ ১৩২ জন, মোট ২০,৫৩৫ জন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.