চেন্নাই নেয়া হবে সিদ্দিকুরকে

0

সিটিনিউজ ডেস্ক:: তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে আগামী ২৮ জুলাই ভারতের চেন্নাই নেয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সিদ্দিকুরকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা বলেন।

তিনি বলেন, সিদ্দিকুরের সঙ্গে আমাদের একজন চিকিৎসক থাকবেন।

২৯ জুলাই চেন্নাইয়ের সঙ্কর নেত্রালয়ে তার পরীক্ষা-নিরীক্ষা হবে। সবাই দোয়া করবেন যাতে সিদ্দিকুর চোখের দৃষ্টি ফিরে পায়।

চিকিৎসাধীন সিদ্দিকুর রহমান বাম চোখে দেখতে পাচ্ছেন বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, ডিজি সাহেব আমাকে জানিয়েছেন সিদ্দিকুর বাম চোখে দেখতে পাচ্ছেন।

তার চিকিৎসার সমস্ত ব্যয় ভার স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিম বলেন,

পুলিশ কমিশনার জানিয়েছেন তারা একটি কমিটি করেছে। কারও দায়িত্বহীনতা বা অতি উৎসাহে এ ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.