সরকার বন্যার্তদের পাশে দাড়িয়ে দুর্যোগ মোকাবেলা করছে

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি:: পটিয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে শ্রীমাই খালের বাধ ভেঙ্গে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে তা বিতরণ করেছেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

বুধবার(২৬ জুলাই) উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের অসহায় পরিবাবের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণকালে সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেন,

সারাদেশের ন্যায় ভারী বর্ষণে পটিয়ায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ইতিমধ্যে উপজেলার বন্যাকবলিত এলকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা করে ত্রান সামগ্রী পৌছে দিয়েছি।

মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের পাশে দাড়াতে। সরকার এলাকায় এলাকায় ত্রান পৌঁছাতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সরকার এবং জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বিত্তবান মানুষকে অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়াতে অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি আলমগীর খালেদ, শোভনদন্ডী ইউপি চেয়ারম্যান এহসানুল হক, ইউনিয়ন আ’লীগ সভাপতি মো: মুছা, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, তরুন আ’লীগ নেতা মিজানুর রহমান, মাহবুবুল কবীর প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.