লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত

0

নিউজ ডেস্ক :: পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপ-সহকারী লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত হয়ে গেছে।

দুই দিনের সফরে রোববার তার ঢাকায় আসার কথা ছিল।

লিসা কার্টিস হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ নির্বাহী।

মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী দফতরের অন্যতম শাখা জাতীয় নিরাপত্তা কাউন্সিল মূলত পররাষ্ট্রনীতি, গোয়েন্দা কর্মকাণ্ড ও জাতীয় নিরাপত্তার বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দিয়ে থাকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান,

মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সফর স্থগিত করার বিষয়টি বাংলাদেশকে জানানো হয়েছে।

খসড়া সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল লিসা কার্টিসের।

এ ছাড়া প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা ছিল।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.