‘হলি আর্টিজান মামলার চার্জশিট’-র‌্যাশের জবানবন্দির পর

0

সিটিনিউজ ডেস্ক :: আজ (২৯জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন,

নাটোর থেকে গ্রেফতার আসলাম হোসেন রাশেদ ওরফে র‌্যাশের জবানবন্দির রেকর্ড হওয়ার পরই শুলশানের হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবে।

তিনি বলেন, গ্রেফতার রাশেদকে প্রথামিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন। বিকালে তাকে আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে নাটোরে সিংড়া থানা এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর রশেদকে প্রথামিক জিজ্ঞাসাবাদ করা হয়।

মনিরুল জানান, গুলশানের হলি আর্টিজান হামলার মূল হোতা জঙ্গি তামিম চৌধুরীর ঘনিষ্টজন ছিলেন রাশেদ। সে ওই হামলার অন্যতম পরিকল্পনাকারীও।

এছাড়াও হামলায় যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা সরবরাহ করেছে রাশেদ এবং হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণও দিয়েছে সে।

তিনি আরও বলেন, হামলার আগে ঘটনাস্থল রেকি করা এবং বন্ধুসরা এলাকায় বাসা ভাড়া করতে সহযোগিতা করেছিল রাশেদ।

এছাড়া হলি আর্টিজান হামলার পর থেকে নব্য জেএমবির বিস্তার লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল রাশেদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.