চকরিয়ায় কৃষি ব্যাংকে চালু হলো অলটাইম মানি সেবা

0

চকরিয়া প্রতিনিধি::ব্যাংকিং সেবার প্রতিযোগিতামূলক বাজারে স্বকীয়তা বজায় রাখার নিমিত্তে অবশেষে এ.টি.এম. (অল টাইম মানি) সেবা কার্যক্রম চালু করা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক চকরিয়া উপজেলার চিরিঙ্গা শাখায়। গত ২৯ জুলাই সেবা কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মহ্সিন।

এদিন ব্যাংকের গ্রাহক এম.ও.এফ. সিকদার এ্যাগ্রো ফার্মের স্বত্তাধিকারী এম. ওমর ফারুক এর হাতে ব্যাংকের একটি এ.টি.এম. কার্ড তুলে দেয়ার মাধ্যরম কার্যক্রমটির সুচনা করা হয়।

অল টাইম মানি সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে.এম. নাছির উদ্দিন, কৃষি ব্যাংকের ২য় কর্মকর্তা শোভন কুমার পাল, কর্মকর্তাবৃন্দ যথাক্রমে সজীব নন্দী মোহাম্মদ সাইফুল ইসলাম, তাঞ্জিমা হাসিন ও তৈয়বা বেগম। এই এ.টি.এম. কার্ড দিয়ে গ্রাহকগণ সরকারী, বে-সরকারী ৫২টি ব্যাংক থেকে যেকোন সময় টাকা উত্তোলন করতে পারবেন। এর মধ্যদিয়ে গ্রাহক সেবায় বাংলাদেশ কৃষি ব্যাংক এক ধাপ এগিয়ে গেল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.