ভিয়েতনামের চালবাহী চতুর্থ জাহাজ চট্টগ্রামে

0

সিটিনিউজ ডেস্ক::ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা ২৫ হাজার ৩০০ টন চাল নিয়ে চতুর্থ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার ভোরে এমভি এশিয়ান এনার্জি নামের জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে জাহাজটির স্থানীয় এজেন্ট ইউনি শিপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আবুল হোসাইন জানান, চাল নিয়ে ভিয়েতনামের চতুর্থ জাহাজটি বন্দরে এসেছে। ইতিমধ্যে আসা তিনটি জাহাজের চাল খালাসের কাজ চলছে। মাঝে বৃষ্টি এবং বৈরি আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্রে চাল খালাস ব্যাহত হলেও এখন কোনো সমস্যা হচ্ছে না।

দেশে চালের বাজার উর্ধ্বমুখী হওয়ায় জিটুজি ভিত্তিতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানি করছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে দুই লাখ টন আতপ এবং পঞ্চাশ হাজার টন সেদ্ধ চাল রয়েছে।

এর আগে, গত ১৩ জুলাই ভিয়েতনাম থেকে আতপ চাল নিয়ে প্রথম জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। পরবর্তীতে আরো দুইটি জাহাজ চট্টগ্রাম আসে। জাহাজগুলোতে প্রায় ৭২ হাজার টন চাল খালাসের অপেক্ষায় রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.