প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার নাগরিক শোক সভা অনুষ্ঠিত

0

  প্রেস বিঙপ্তি

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অব:) প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার যে কত উঁচু মাপের বিদুষী মহীয়সী নারী ব্যক্তিত্ব ছিলেন নাগরিক শোক সভায় বিদগ্ধ এই অনুপম উপস্হিতি দিয়ে তাই প্রমাণিত হয়। বাংলাদেশের নারী জগত তথা সমাজ আরো বেশী আলোকিত হবে যদি আমরা প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার জ্ঞান সমৃদ্ধ শিক্ষা ও সমাজ ভাবনার আদর্শকে নিজেদের জীবন লালন ও ধারণ করতে পারি। ১লা আগস্ট ২০১৫ খ্রি. শনিবার বিকাল ৩.৩০ মিনিটে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অধ্যক্ষ (অব:) প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার নাগরিক শোক সভায় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রফেসর প্রীতিকণার উদ্দেশ্যে উক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন ধর্ম-বর্ণ-সমাজ-দেশের গন্ডি পেরিয়ে প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার আন্তর্জাতিক পরিমন্ডলে বিচরণ বাংলাদেশের নারী জাগরণের ক্ষেত্রে ঐতিহাসিক অসাধারণ প্রশংসনীয় গুরুত্বপূর্ণ সংযোজন। নাগরিক শোক সভায় সভাপতিত্ব করেন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। সভাপতির ভাষণে ড. অনুপম সেন বলেন, প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার অসাধারণ ব্যক্তিত্ব, শিক্ষাক্ষেত্রে জ্ঞানের আলো অনবদ্য অবদান, ড. বিকিরণ প্রীতিকণা যুগল সমাজগগণে প্রতিভাদীপ্ত দেদীপ্যমান থেকে সকলের সামনে যে আর্দশস্হাপন করেছেন তা মানুষের অন্তরলোকে চিরকাল ভাস্বর হয়ে থাকবে। সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: নুর“ল আনোয়ার ও ইউএসটিসির উপচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন চট্টগ্রাম সরকারী চার“কলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ (অব:) প্রফেসর রীতা দত্ত ও ঢাকা’ শহীত সোহ্রাওয়ার্দ্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও বিএমএ এর সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা: উত্তম কুমার বড়ুয়া। সভার শুর“তে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রফেসর প্রীতিকণার প্রতি শ্রদ্ধা জানানো হয়। শোক সভা কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শিক্ষক লেজ্লী ডি কস্টার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। কমিটির অন্যতম সমন্বয়কারী প্রদীপ কুমার বড়ুয়া আনন্দের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর রওশন আখ্তার হানিফ। শোক সংগীত পরিবেশন করেন শিল্পী চন্দন বড়ুয়া। প্রফেসর প্রীতিকণা বড়–য়া’র সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন কমিটির প্রচার সচিব অসীম কুমার বড়ুয়া মুকুল। শোক সভা কমিটির অন্যতম সমন্বয়কারী দুলাল কান্তি বড়–য়া দুলু সহ ৮৬ টি সং¯’ার প্রতিনিধিবৃন্দ প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কমিটির প্রকাশনা সচিব শ্যামল চৌধুরী সম্পাদিত “ প্রীতিধন্য প্রীতিকণা” স্মারক উম্মোচন করেন প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ। বাংলাদেশের বৌদ্ধদের সর্বো”চ ধর্মীয় গুর“ মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাথের কর্তৃক প্রফেসর প্রীতিকণাকে প্রদত্ত মরণোত্তর সম্মানা উপাধি “জ্ঞান প্রদীপ্ত মহাসদ্ধর্মউপাসিকা”, সনদপত্র পাঠ করে শুনান কমিটির অন্যতম সমন্বয়কালী অলক বড়–য়া। বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের সভাপতি ঐরং ঊীপবষষবহপু চযধহ ডধহহধসবঃযবব এর শোকবাণী পাঠ করেন শুনান মিসেস মিথিলা চৌধুরী। শ্রদ্ধা, শুভে”ছা জানিয়ে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক যুগ্ম সচিব (অব:) প্রফেসর ড. জয়নাব বেগম, অধ্যক্ষ (অব:) প্রফেসর সুধীর বিকাশ দেব, চবি’র প্রাক্তন প্রফেসর ড. বেনু প্রসাদ বড়ুয়া প্রফেসর ড. মো: শাহ্ আলম, প্রফেসর ড. বেনু প্রসাদ দে প্রমুখ। সভায় বক্তারা তাঁদের বক্তব্যে প্রফেসর প্রীতিকণা বড়ুয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে রাষ্ট্রের সর্বো”চ সম্মানে ভূষিত করার জন্য সদাশয় সরকারের প্রতি অনুরোধ জানান এবং তার নামে চট্টগ্রাম শহরে একটি সড়কের নামকরণের জন্য মাননীয় মেয়রের প্রতি দাবী জানান। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও চট্টগ্রামের সর্বস্তরের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্হিতি ছিলেন। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যক্ষ (অব:) প্রফেসর দীপক তালুকদার। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন সমন্বয়কারী প্রকৌ: পরিতোষ কুমার বড়ুয়া, প্রণবরাজ বড়–য়া, সাংবাদিক খোরশেদ আলম, শ্যামল পালিত ও বোধিকথার সম্পাদক সুমিত্র বিকাশ বড়ুয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.