চন্দনাইশে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক অবস্থা

0

চন্দনাইশ প্রতিনিধি  :    চন্দনাইশে  বিদ্যুৎ পরিস্থিতি নাজুক অবস্থা । দীর্ঘ ১৫ দিন লাগাতার বৃষ্টির ফলে এলাকায় খুঁটি উপড়ে পড়ে অর্ধশতাধিক এলাকায় গাছ ভেঙে পড়ে তার ছিড়ে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ লাইন।
গত ১৭ জুলাই থেকে লাগাতার ২ সপ্তাহের অধিক সময় ধরে ১ আগস্ট পর্যন্ত বৃষ্টির কারণে চন্দনাইশে বিদ্যুৎ লাইনে খুঁটি উপড়ে পড়ে, গাছ গাছালি বিদ্যুতের লাইনের উপর ভেঙে পড়ে তার ছিড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে চন্দনাইশের বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ লাইন চালু রাখতে হিমশিম খাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক এলাকা নিয়ে চন্দনাইশ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ২৯ হাজার গ্রাহক রয়েছে। গত ১৫ দিন ধরে এ সব এলাকায় বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। একইভাবে বন্যার কারণে দীর্ঘ ১০ দিনের অধিক সময় ধরে অন্ধকারে রয়েছে দোহাজারী দিয়াকুল রায় জোয়ারা, বরকল , চাগাচর, জামিজুরী, হাসিমপুর, বৈলতলী, বরমা,  এলাকা। তাছাড়া এ সপ্তাহ ধরে চন্দনাইশ পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় এ সব এলাকায় বিদ্যুৎ দ্বারা চালিত সকল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেছেন, বন্যার কারণে বিভিন্ন এলাকায় গাছ গাছালি ভেঙে বৈদ্যুতিক তার ছিড়ে প্রায় ১ শ জায়গায় তার ছিড়েছে। জোড়া তালি দিয়ে চালানো হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.