কক্সবাজারে পোনা ও ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

0

শহিদুল ইসলাম, কক্সবাজার::কক্সবাজার জেলা মৎস্য অধিদপ্তর দিনব্যাপী অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও অবৈধভাবে আহরিত পাঁচ লক্ষ পোনা জব্দ করেছে। এ সময় পোনা আহরণকারীরা পালিয়ে যায়।

শনিবার (৫ আগস্ট) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্বদানকারী ও রামু উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন টিমে বিভক্ত হয়ে কক্সবাজার পৌরসভা সংলগ্ন সমুদ্র সৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে অভিযান শুরু করেন।

এরপর মাদ্রাসা পয়েন্ট, শৈবাল পয়েন্ট, লাবনী-সুগন্ধা ও কলাতলী পয়েন্ট পেরিয়ে দরিয়া নগর, হিমছড়ি ও রামু উপজেলার পেঁচার দ্বীপ সৈকত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী এ অভিযানে ১০০০ মিটার নিষিদ্ধ মশারী জাল, ১০০০০ মিটার চরঘেরা জাল ও অবৈধভাবে আহরিত পাঁচ লক্ষ বাগদা চিংড়ি পোনা জব্দ করা হয়। অভিযানকারীদের উপস্হিতি টের পেয়ে আহরনকারীরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পোনা সাগরে অবমুক্ত করে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের সদস্যরা অভিযানে সহায়তা করেন। জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম বলেন, সমুদ্রের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র রক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.