বর্তমান সরকারের আমলে বাঁশখালী ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখছে

0

বাঁশখালী প্রতিনিধি::বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপ টূর্ণামেন্টে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে।

অপরদিকে বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টূর্ণামেন্টে ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুঁইছড়ি হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ইলশা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পুঁইছড়িকে ৪-০ গোলে পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ চাহেল তস্তরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি ও উপস্থিত ছিলেন, আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিছ, আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি দাশ, জিল্লুল করিম শরীফি, মোঃ হামিদ উল্লাহ, মাওলানা আক্তার হোসেন, প্রদীপ গুহ, শিক্ষক শংকর প্রসাদ দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজ বাংলাদেশের অন্যতম ফুটবল সংগঠন আবাহনীর প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের জন্মদিন। এই দিনে বাঁশখালীতে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টূর্ণামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে পেরে অনেক কৃতার্থবোধ করছি।
তিনি বলেন, বর্তমানে বাঁশখালী ফুটবলের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। তিনি বাঁশখালীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো বাস্তবায়নসহ নানামুখী সহযোগিতার আশ্বাস প্রদান করেন। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন সাইফুল আজম ও সহকারী রেফারির দায়িত্ব পালন করেন টিংকু সুশীল ও দিল মোহাম্মদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.