বিদেশে হচ্ছে বাংলাদেশি আরও সাত মিশন

0

সিটিনিউজ ডেস্ক:: বিদেশে নতুন করে বাংলাদেশের সাতটি মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

এগুলো হলো- আফগানিস্তানের কাবুল, সুদানের হাততুম, সিয়েরা লিওনের ফ্রিটাউন, হাঙ্গেরির বুদাপেস্ট, ভারতের চেন্নাই, অস্ট্রেলিয়ার সিডনি এবং কানাডার টরেন্টো।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব মিশনের অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

শফিউল আলম বলেন, বিদেশে স্থাপিত ১৭টি বাংলাদেশ মিশন স্থাপনের বিষয়ে ভূতাপেক্ষ রবং নতুনভাবে সাতটি বাংলাদেশ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে ১৭টি মিশন স্থাপন করা হয়েছে। তবে তখন মন্ত্রিসভার অনুমোদন নেয়া হয়নি।

কিন্তু মন্ত্রিসভার অনুমোদন লাগায় ১৭টি বাংলাদেশ মিশন স্থাপনের বিষয়ে ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে।

আর নতুন করে সাতটি মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.