ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

0

চকরিয়া প্রতিনিধি:: চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের ৭ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় মো. সাইফ (১৯) নামের এক যুবককে কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম ওই বখাটে যুবককে ১মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

দন্ডাদেশ প্রাপ্ত যুবক চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।

এর আগে ওইদিন দুপুর ১টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সাইফ কে আটক করে চকরিয়া থানা পুলিশ।

আক্রান্ত ছাত্রীর পরিবার জানায়, বেশ কিছুদিন ধরে বখাটে যুবক চকরিয়া গ্রামার স্কুলের ৭ম শ্রেণীতে পডুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় বখাটে সাইফ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এসময় তাকে জোরপূর্বক টমটম গাড়িতে তুলে নেয়ার চেষ্টা চালায়।

ঘটনাটি দেখে আশপাশের লোকজন ও স্কুলের সহপাঠিরা এগিয়ে আসলে ওই ছাত্রী বখাটের হাত থেকে রক্ষা পায়। পরে ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশ বখাটে সাইফকে আটক করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটক বখাটে সাইফকে ভ্রাম্যমান আদালতে উপস্তাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.