মন্দিরের এক ইঞ্চি জায়গা বেদখল হবে না: সামশুল হক

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : পটিয়ার সাংসদ প্রাথমিক গণশিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ সামশুল হক চৌধুরী বলেছেন, সব ধর্মে পরমত সহিষ্ণুতার নির্দেশনা রয়েছে। আমাদের এদেশ অসাম্প্রদায়িক চেতনায় উদ্ভাসিত একটি দেশ।

এ দেশের স্বাধীনতা অর্জনের পেছনে সব দল মতের মানুষের গৌরবময় আত্মত্যাগ রয়েছে। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংবিধানের বিধি মোতাবেক এদেশকে অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম যার যার রাষ্ট্র সবার এ নীতি বিশ্বাসে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে যে যাই বলুক না কেন কোন অবস্থাতে সাম্প্রদায়িক চিন্তা-চেতনার বিকাশ ঘটতে দেয়া হবে না।

তিনি গোপাল বাড়ীর মন্দিরের জায়গা সংক্রান্ত সৃষ্ট সমস্যা নিয়ে বলেন, গোপাল বাড়ী মন্দির একটি ধর্মীয় তীর্থস্থান। এ তীর্থস্থানের জায়গা নিয়ে কাউকে হলি খেলার সুযোগ দেয়া হবে না। যে যতই শক্তিধর হোক গোপাল বাড়ী মন্দিরের এক ইঞ্চি জায়গাও বেদখল হতে দেয়া হবে না। তিনি প্রয়োজনে আর্থিক সহযোগিতার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করার ঘোষণা দেন।

তিনি গতকাল পটিয়ার সুচক্রদন্ডী ২নং ওয়ার্ডের শ্রী শ্রী গোপাল বাড়ী মন্দিরের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে আয়োজিত ঝুলন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হরিপদ দে’র সভাপতিত্বে ও মিলন মন্দির সমিতির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, দক্ষিণ ভূর্ষি ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, কাউন্সিলর ইঞ্জি: রূপক সেন, ঐক্য পরিষদ সভাপতি বিমল মিত্র, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি নুর আলম ছিদ্দিকী, নাজিম উদ্দিন পারভেজ, সাধন ভট্টাচার্য্য, ঝন্টু কুমার দে, অসিম বসু মল্লিক, প্রদীপ সেন গুপ্ত (শিবু সেন), হরিপদ দে (ব্যাংকার), হারাধন দে হারু, অধির সেন গুপ্ত (রন্টু), রনজিত দে, জগন্নাথ ধাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, উত্তম ভট্টাচার্য্য, ঐক্য পরিষদ সম্পাদক দেবর্ষী চক্রবর্ত্তী (যুগান্তর), মিহির চক্রবর্ত্তী, বলরাম চক্রবর্ত্তী, শংকর কুমার দে, আ’লীগ নেতা শফিকুল ইসলাম শফি, ২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সঞ্জিব দে, সম্পাদক গফ্ফারুল বশর মনু, সাজ্জাদ হোসনে সুমন, শাহদাৎ হোসেন রানা, নাজিম উদ্দিন বাহাদুর, মো: মান্নান, টিপু, স্বপন দে রনা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ক্লোরেল বিশ্বাস বাবু, শ্রীধাম দাশ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.