বন্যা দুর্গতদের চরমোনাই পীরের পক্ষে ত্রাণ বিতরণ – ইসলামী আন্দোলন বাংলাদেশ

0

  প্রেস বিজ্ঞপ্তি

পাবর্ত্য জেলা বান্দরবনের পানিবন্দী ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ ও মহানগরের উদ্যোগে আজ (সোমবার) বান্দরবন ইসলামী শিক্ষা কেন্দ্র থেকে বন্যা দুর্গত ৫ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয় সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলামের নেতৃত্বে ত্রাণবিতরণের সময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মুফতী দেলোওয়ার হোসেন সাকী, কেন্দ্রীয় নেতা আলহাজ সেলিম মাহমুদ, চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আলহাজ মুহাম্মদ আল-ইকবাল, আলহাজ ইউনুস মোল্লা, বান্দরবন জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ, শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ নুরুল আমীন, তরিকুল ইসলাম ও মাওলানা সিদ্দীক আহমদ প্রমুখ স্হানীয় নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন, মানব সেবা ইবাদতের অংশ। পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্যা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি দেশের মানুষের সেবা করার। দুর্গত মানুষের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আলহাজ জান্নাতুল ইসলাম বলেন, দুর্গত মানুষের সাহায্যে খরচ করলে সেই অর্থ বিফলে যাবে না। প্রতিটি অর্থের জন্যে আল্লাহর কাছে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। এটি ইবাদতের অংশ, তাই দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।
কেন্দ্রীয় নেতা মুফতী দেলোয়ার সাকী বলেন, কি গ্রাম কি শহর পুরো বাংলাদেশই ডুবছে পানিতে। অথচ জলাবদ্ধতা নিরসনের নাম করে যারা ভাট ডাকাতি করেছিল আজকে তাদের টিকটিকও খুঁজে পাওয়া যাচ্ছে না। গণতন্ত্র নয়, উন্নয়নের কথা বলে সরকার। আমাদের প্রশ্ন সেই উন্নয়ন কি শুধু খাতা-কলমে? দেশের মানুষ ভাসছে কেন?

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.