রায়ে ‘আপত্তিকর’ ও ‘অপ্রাসঙ্গিক’ বক্তব্য আছে: আইনমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ‘অগ্রহণযোগ্য’ বক্তব্য ব্যবহার করা হয়েছে।

এ বক্তব্যের মাধ্যমে ইতিহাস বিকৃতি করা হয়েছে। এ সব এক্সপাঞ্জ করার প্রয়োজন হলে রিভিউ করবে সরকার।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধান বিচারপতির রায়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য আছে।

এগুলো ইতিহাস বিকৃতি করেছে।সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিয়েছি।

এগুলো এক্সপাঞ্জ করার জন্য সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী যদি রিভিউ করার প্রয়োজন হয়। তাহলে আমরা রিভিউ করবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.