যাত্রী না থাকায় আরও একটি হজ ফ্লাইট বাতিল

0

সিটিনিউজ ডেস্ক :: ভিসা জটিলতায় যাত্রী সংকটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নতুন বরাদ্দকৃত একটি হজ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার নতুন বরাদ্দকৃত একটি হজ ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

রোববার রাজধানীর হজ ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৩ আগস্ট রোববার দুপুর দুইটা ৫ মিনিটের (বিজি-৯০৪৫) ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ভিসা জটিলতায় যাত্রী সংকটে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মোট ২৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২১টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট।

ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর বাংলাদেশে আসবে। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.