সরকারের বাঁধার কারণে জোট বড় করতে পারিনি: এরশাদ

0

সিটিনিউজ ডেস্ক::সরকার ক্ষমতা হারানোর ভয়ে জাতীয় পার্টির নেতৃত্বাধীন জোট বড় করতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট—বিএনএর প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ অভিযোগ করেন এরশাদ।

দেশের মানুষ পরিবর্তন চায় উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টিই পারে ক্ষমতায় গিয়ে লুটপাট, দুঃশাসন থেকে দেশবাসীকে মুক্তি দিতে।

এইচ এম এরশাদ আরো বলেন, ‘আমাদের জোটকে আরো বড় করতে পারতাম। অনেকেই ইচ্ছা ব্যক্ত করেছিল। কিন্তু সরকার মনে করল, আমাদের দল শক্তিশালী হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই বাধা দিয়েছে। বন্যার পানিকে কি বাধা দিতে পারে? জনগণ চাচ্ছে মুক্তির সংগ্রাম। জনগণ দেখছে মুক্তির স্বপ্ন। জনগণ বুঝতে পারছে, মুক্তির স্বপ্ন দেখাতে পারে একমাত্র জাতীয় জোট। বাংলাদেশ জাতীয় জোট। তাই কোনো বাধা আমাদের সামনে বাধা নয়।’

সরকার জাতীয় পার্টির সঙ্গে যোগ দিতে চাওয়া ছোট দলগুলোকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে জোট গঠনে বাধা দিয়েছে বলেও এ সময় অভিযোগ করেন এরশাদ। জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারকে ঘৃণা করে জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী সাংবিধানিক সরকারের অধীনে হতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.