বাস-ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু আজ

0

সিটিনিউজ ডেস্ক :: আজ শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৮ ঘটিকা থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

আজ বিক্রি হচ্ছে ২৭ আগস্টের টিকেট ।

টিকিট নিতে আসা অনেকে জানিয়েছেন, প্রতিবছর টিকেটের জন্য রাত জেগে অপেক্ষা করার পরেও কালোবাজারিদের কারণে টিকেট পাওয়া যায় না। এবার এমনটি না হলে তারা খুশি হবেন।

রেলসূত্রে জানা যায়, শনিবার (১৯ আগস্ট) ২৮ আগস্টের অগ্রিম টিকেট বিক্রি হবে। রবি, সোম ও মঙ্গলবার যথাক্রমে ২৯, ৩০ ও ৩১ আগস্টের অগ্রিম টিকেট পাওয়া যাবে।

যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও কালোবাজারি রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে, ঈদুল আজহার পাঁচ দিন আগে ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

এর পাশাপাশি ২৯ আগস্ট থেকে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে

অন্যদিকে বাসেরও অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে গেছে।

রাস্তা খারাপ হওয়ায় এবারের ঈদে বাসের টিকেটের চাহিদা কম থাকবে বলে জানান অনেক বাস মালিক।

ঈদের আগেই বিভিন্ন স্থানে বাস সময়মতো গন্তব্যে যেতে পারছে না।

যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় থাকার বিষয়টি মাথায় রেখে ট্রেনে যাত্রীদের বেশি ভিড় থাকবে বলে জানান তারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.