আনোয়ারায় সিএনজি-বাস মুখোমুখি সংঘর্ষ:আহত ৪

0

আনোয়ারা প্রতিনিধি, সিটিনিউজ :: আনোয়ারায় সিএনজি-বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।

শুক্রবার(১৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার দক্ষিণ বন্দর মহাল খান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ গাড়ি দুটি আটক করলেও পলাতক রয়েছে বাসের চালক।

জানা যায়,উপজেলার মহাল খান বাজারের দক্ষিণে শাহ্ মোহছেন আউলিয়া সড়কে শহর থেকে বটতলী রুস্তমহাটগামী একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-ব-০৫-০১৩৬) ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নাম্বারবিহীন সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন,আইয়ুব আলীর পুত্র মোহাম্মদ ইকবাল (৩৫),নুরুচ্ছফার পুত্র মো.মহিউদ্দিন (৩০),মফজল আহমদের পুত্র ফোরক আহমদ (২৭) ও সামশুল হকের পুত্র মোহাম্মদ রায়হান (১৭)।

এদের প্রত্যেকের বাড়ি উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা গ্রামে বলে জানা গেছে।

এদিকে আহতদের মধ্যে ইকবাল ও মহিউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

জানতে চাইলে বন্দর পুলিশ ফাঁড়ির আইসি মো.আবদুল মতিন জানান,গাড়ি দুটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.