টাইগারদের সামনে টেস্ট র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ

0

খেলাধুলা,সিটিনিউজ ডেস্ক :: ওয়ানডেতে বাংলাদেশ এখন মোটামুটি বড় দল। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান সেটাই তো নির্দেশ করে।

ওয়ানডে পর টেস্টেও বড় দল হবার জানান দিচ্ছে টাইগাররা। গত বছর ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারানোর পর এ বছর শ্রীলঙ্কার মাটিতে এসেছে দারুণ এক জয়।

২৭ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে টেস্ট র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

বর্তমানে ৬৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে বাংলাদেশ। ৭৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিযাকে যদি ২ টেস্টেই হারানো যায় তবে বাংলাদেশের পয়েন্ট হবে ৮১। মানে অনায়াসেই আট নম্বরে ওঠে যাবে বাংলাদেশ।

সেক্ষেত্রে তিন ধাপ অবনমন হবে অস্ট্রেলিয়ার, নেমে যাবে ছয় নম্বরে। বর্তামানে ১০০ পয়েন্ট নিয়ে চারে রয়েছে অস্ট্রেলিয়া।

টাইগাররা যদি ১-০ তে সিরিজ জেতে তাহলেও আট নম্বরে ওঠার সুযোগ থাকবে পুরোপুরি।

তখন অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৯৪ , তারা নেমে যাবে পঞ্চম স্থানে। আর বাংলাদেশ ৭৯ পয়েন্ট নিয়ে উঠে আসবে আটে।

সিরিজ অস্ট্রেলিয়া ১-০ তে জিতলে ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানেই থাকতে পারবে অজিরা। আর ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারালে ৬৬ পয়েন্ট নিয়ে অষ্টম অবস্থানে উঠে আসবে বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.