সাংবাদিকদের নিয়ে সাংসদের বক্তব্যে সিইউজের ক্ষোভ

0

নিজস্ব প্রতিবেদক :: বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য করায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক বিবৃতিতে বলেন,

জেলার বাঁশখালীতে দুদকের গণ শুনানী অনুষ্ঠানে স্থানিয় সাংসদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের শায়েস্তা করতে দুদককে যে অনুরোধ জানিয়েছেন তা দু:খজনক। এ বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সরকারের অগ্রযাত্রা এবং সাফল্যের খবর গুলো সাংবাদিকরা যখন প্রচার করছে তখন সাংসদ মোস্তাফিজুর রহমানের এ রকম বক্তব্য দু:খজনক।

তিনি এ বক্তব্যেও মাধ্যমে বাংলাদেশের সাংবাদিক সমাজকে হেয় করেছেন।

তিনি যদি সাংবাদিকদের দুর্নীতি প্রমান করতে না পারেন তাহলে তার পদত্যাগের দাবীতে সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলনে নামবে।

উল্লেখ্য মঙ্গলবার জেলার বাশখালীতে দুদকের গণশুনানী অনুষ্ঠানে সাংবাদিকদের শায়েস্তা করতে দুদককে অনুরোধ জানান সেখানকার সাংসদ মোস্তাফিজুর রহমান।

এ সময় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে সরকারী প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে টাকা দাবীর অভিযোগ তুলেন।

এর আগে সাংসদ মোস্তাফিজুর রহমান সাংবাদিক রাহুল দাশকে প্রাননাশের হুমকি দিয়েছিলেন।

পরে সিইউজের আন্দোলনের মুখে তিনি সাংবাদিকদের ক্ষমা চায়তে বাধ্য হন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.