বঙ্গবন্ধুকে অবমাননা: ১৩মাধ্যমিক শিক্ষক কারাগারে

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ::বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন ইউপি চেয়ারম্যানের সাথে তুলনা করার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের বাঁশখালীর ১৩শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার বাশঁখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের আদালতে হাজির হয়ে এসব শিক্ষক জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

আলমগীর হোসেন জানান, “গত বছরের নবম শ্রেনীর একটি প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে একজন ইউপি চেয়ারম্যানের সাথে তুলনা করে একটি প্রশ্ন রাখা হয়, এই ঘটনায় পুলিশ বাদি হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে।”

জেল হাজতে যাওয়া শিক্ষকদের মধ্যে নয়জন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং ১২জন ছয়টি উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন, অপর একজন প্রশ্নপত্র প্রণয়নের সাথে সম্পৃক্ত, উল্লেখ করেন তিনি।

আলমগীর আরো জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর ১৩শিক্ষককে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.