সাংসদ মোস্তাফিজের বিরুদ্ধে বাঁশখালী প্রেসক্লাবের আল্টিমেটাম

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :  বাঁশখালীতে গত ২২শে আগষ্ট (মঙ্গলবার) ২০১৭ইং দুুদকের গণশুনানীতে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্তৃক ঢালাও ভাবে সাংবাদিকদের জড়িয়ে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন বক্তব্য দেয়ার প্রতিবাদে গতকাল ২৩ শে আগষ্ট (বুধবার) বাঁশখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বাঁশখালী প্রেস ক্লাব ও বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের এক যৌথ সভা প্রেস ক্লাব সভাপতি অনুপম কুমার দে অভির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সকল সংবাদিকবৃন্দের সর্ব সম্মতিক্রমে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এর প্রতিবাদে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় গতকাল ২৩ আগষ্ট বিকাল ৪টা হতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাংসদের দেয়া বক্তব্য প্রত্যাহারের সময় বেধে দেয়া হয়। অন্যথায় সাংসদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি গ্রহণের সিদ্ধান্তও নেয়া হয়।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মুহাম্মদ মুহিববুল্লাহ ছানুবী, সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতবল কালু, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক যুগান্তর প্রতিনিধি শফকত হোসেন চাটগামী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক আলোকিত বাংলাদেশ ও সাঙ্গু প্রতিনিধি মোঃ মিজান বিন তাহের, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বাপ্পা, প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.