চন্দনাইশে পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ::উপজেলার ছৈয়দাবাদ এলাকায় পুকুরে ডুবে একই পরিবারের ২ শিশু এবং চাগাচরে আরেক শিশু বাথরুমের বালতিতে ডুবে মৃত্যু হয়েছে।
গতকাল ২৪ আগস্ট দুপুর ১২ টায় উপজেলার পূর্ব ছৈয়দাবাদ নবাব মিয়ার প্রবাসী খোরশেদুল আলমের মেয়ে মরিয়ম জান্নাত তুষ্পি (৫) পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

এ সময় তার বড় ভাই ফরহাদুল আলম তাছিন (৮) তুলতে গেলে দু’জনেই পুকুরে ডুবে মারা যায়। দুপুর ২ টার সময় তাদের খুঁজতে খুঁজতে এক সময় পুকুরের ঘাটের নিচ থেকে দু’জনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। ফরদহাদ ছৈয়দাবাদ আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণি ও তুষ্পি হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদরাসার ১ম শ্রেণির ছাত্রী বলে জানা যায়। একই পরিবারের দুই শিশু মারা যাওয়ায় স্বজনদের আহাজারীতে আকাশ ভারী হয়ে উঠে।

অপরদিকে গত ২৩ আগস্ট সকালে উপজেলার চাগাচরের রফিক আহমদের এক বছরের ছেলে মো. আরফাত খেলতে খেলতে এক সময় সবার অগোচরে বাথরুমে ঢুকে পড়ে। আরফাত বাথরুমে পানিতে নিয়ে খেলতে খেলতে এক সময় বালতিতে মাথা ঢুকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা পর পরিবারের লোকজন হঠাৎ করে আরফাতকে দেখে মুমুর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.