লিবীয় উপকূলে নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে নৌকাডুবিতে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৩৯৯ জন অভিবাসীকে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর এক টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেছে।

তবে ওই দুর্ঘটনায় এখনো শতাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই নৌকায় ৬০০ যাত্রী ছিলেন।
মাল্টার সাংবাদিক কার্ল স্টাগনো-নাভারা আইরিশ নৌবাহিনীর বরাত দিয়ে আলজাজিরাকে জানিয়েছেন, লা নিয়াম নামের ওই অভিবাসীবাহী নৌকাটি যখন উপকূলের কাছাকাছি পৌঁছে তখন যাত্রীরা তাড়াহুড়া করে নৌকার এক পাশে চলে যান। এ সময় নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়।

যাত্রীদের উদ্ধার অভিযানে নেমেছেন ইতালী ও আয়ারল্যান্ডের উদ্ধারকর্মীরা।
চলতি বছরে সাগরপথে পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে সাগরে ডুবে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে মারা গেছেন অন্তত ১৯৩০ জন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, এই বছর সাগর থেকে প্রায় ১ লাখ ৮৮ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহেই সংখ্যাটা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.