টিসিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে সাজীব সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

0

সিটিনিউজ ডেস্ক :  চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ ক্যামেরাপার্সন শফিক আহমেদ সাজীব দ্বিতীয়বারের মত সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শামসুল আলম বাবু দ্বিতীয়বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৈশাখী টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী, ইনন্ডিপেনডেন্ট টিভি ব্যুরো প্রধান ও নির্বাচন কমিশনার অনুপম শীল, চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন ও নির্বাচন কমিশনার মোঃ সেলিম উল্লাহর তত্ত্বাবধানে ২৪ আগস্ট২০১৭ইং বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিতরা হলেন সভাপতি শফিক আহমেদ সাজীব (চ্যানেল টোয়েন্টিফোর), নিকটতম প্রতিদন্দ্বী এনামুল হক (এনটিভি), সহ-সভাপতি যৌথভাবে মোহাম্মদ আলী আকবর (বাংলা ভিশন), রনি দাশ (এটিএন বাংলা), সাধারণ সম্পাদক শামশুল আলম বাবু (নিউজ টোয়েন্টিফোর), সহ-সাধারণ সম্পাদক অমিত দাশ (এসএ টিভি) বিনা প্রতিদন্দ্বীতায়, অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক বাবুন পাল (একাত্তর টিভি) বিনা প্রতিন্দ্বীতায়, দপ্তর সম্পাদক বাসু দেব (জি টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন গোস্বামী (এনটিভি) বিনা প্রতিন্দ্বীতায়, নির্বাহী সদস্য যথাক্রমে এমরাউল কায়েস মিঠু (আর টিভি),হাসান উল্ল্যাহ (দেশ টিভি), আহাদুল ইসলাম বাবু (নিউজ টোয়েন্টিফোর) বিনা প্রতিন্দ্বীতায়।

নির্বাচন পর্যবেক্ষণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি শহীদ উল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বিডিনিউজ ব্যুরো প্রধান মিন্টু চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শামসুল হক হায়দরী ও ম. শামশুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লতিফা আনসারী রুনা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশেনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাছরাঙা টিভির ব্যুরো প্রধান তাজুল ইসলাম, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, গাজী টেলিভিশনের ব্যুরো প্রধান অনিন্দ্র টিটু, আর টিভির ব্যুরো প্রধান সরওয়ার আলম বাবু, একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার, বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, রেডিওটুডের ব্যুরো প্রধান সালে নোমান।

এছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও টিসিজেএ’র আজীবন দাতা সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সাহাব উদ্দিন ডেকোরেটার্স কর্ণধার হাজী মো: সাহাব উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্ল্যাহ প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.