বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নাম স্থান পেত না- ওয়াসিকা

0

সিটিনিউজ ডেস্ক :  জাতীয় শোক দিবস উপলক্ষে জননেতা মরহুম আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের উদ্যোগে আনোয়ারা উপজেলায় নারী নেত্রী এড. ফাতেমা খাতুনের সভাপতিত্বে মাহতা পাটনিকোটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নারী সমাবেশ ও ফ্রি হেল্থ চেকআপ এর আয়োজন করা হয়েছিল শনিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান বলেছেন বঙ্গবন্ধুর জন্ম না হলে, বাংলাদেশ নামক একটি দেশ কখনো বিশ্বের মানচিত্রের স্থান পেতনা। দুঃখের বিষয় একাত্তরে পরাজিত গোষ্ঠী স্বাধীনতার স্থপতিকে স্বপরিবারে ১৯৭৫ সালে ১৫ আগস্ট হত্যার মধ্য দিয়ে এদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় সৃষ্টি করেছে। জাতীয় শোক দিবসের ইতিহাস উপস্থিত জনসাধারণের কাছে ব্যক্ত করেন।উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার জন্য আহ্বান জানান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন সুমন, মুক্তিযোদ্ধা মো: ইদ্রিস, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হুদা বুলু, সংযুক্ত আরব আমিরাত আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের আহ্বয়ক মো: মহিউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান, দক্ষিণ জেলা পূজা কমিটির সভাপতি বাবুন ঘোষ বাবুল, প্রণব দাশ গুপ্ত, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিন দাশ রাহুল প্রমুখ।

সবশেষে নারী সমাবেশ শেষে প্রধান অতিথি ফ্রি হেল্থ চেকআপ কর্মসূচী উদ্বোধন করেন। উল্লেখ্য ২৫০ জনের কাছাকাছি এসময় গরিব জনসাধারণ ফ্রি হেল্থ চেকআপ গ্রহণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.