রাউজানে ২২শ লিটার মদসহ রাঙামাটির তরুণ আটক ৩

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি,সিটিনিউজ : রাউজান উপজেলায় ২২শ লিটার দেশীয় তৈরি মদসহ রাঙামাটির ৩ জনকে আটক করা হয়েছে।

গত রোববার রাত ৩টার সময় একটি ফিকআপে (চট্র মোট্রো ১১-৪৭৬০) মদ নিয়ে যাবার সময় রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহর নেতৃত্বে এসআই সাইমুল, এসআই মোহসিন রেজা এসআই টুটন, এএসআই ছোটন চন্দ্রপালসহ তাদেরকে পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়া হাট বাজারে (পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ি) আটক করা হয়।

আটক কৃতরা হলো রাঙামাটি জেলার কোতোয়ালী থানার বেদবেদীর সাধন বড়ুয়ার ছেলে জিশু ভট্টাচার্য (২২), দ্বিতীয়জন একই এলাকার মো.আবুল কালামের পুত্র আনোয়ার হোসেন (২২) তৃতীয় জন রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনার বড়ুয়ার পাড়ার মানিক বড়ুয়ার ছেলে সাগর বড়ুয়া।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদের গাড়িটিকে পুলিশ তাড়া করলে তারা পরপর ৩টি বেড়িকেট ভেঙে ফেলে।

শেষ পর্যন্ত অলিমিয়া হাট বাজারে (গুজরা পুলিশ ফাড়ি) একটি পাথর নামাকালীর ট্রাককে খাড়া করিয়ে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ্ সিপ্লাসকে বলেন, খবর পেয়ে আমরা তাদের তাড়া করি,কিন্তু তারা আমাদের দেওয়া বেড়িকেট ভেঙে পালাতে চেষ্টা করে।

পরে আমরা একটি ট্রাককে রাস্তায় খাড়া করিয়ে তাদের আটক করি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.