চট্টগ্রামে বঙ্গবন্ধুর ছবি ভাংচুর

0

সজল চক্রবর্তী,সিটিনিউজ : চট্টগ্রামে রেয়াজউদ্দিন বাজারে তামাকুন্ডি লেইনে কর্মচারী সমিতির কার্যালয়ে দুবৃত্তরা বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করেছে। গত সপ্তাহে কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে। পুলিশ বলছে, সমিতির এক নেতাই ঘটনার নাটের গুরু। তবে এটি রাজনৈতিক কোন বিষয় নয়। কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এক দোকানী বললেন, ইলো’দের এতনি ফেতনি, বঙ্গবন্ধুর ছবি ও প্রধানমন্ত্রীর ছবি তারারে কি হতি গইজ্যো। ধরি ইথারারে ধোলাই গইল্যে ঠিক হইযাইব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.