নখে মশলার দাগ দূরীকরণের উপায়

0

লাইফস্টাইল,সিটিনিউজ :: সারাদিন মশলা বাটা, মশলা মাখানো আরও নানা কাজে নখের অবস্থা খুবই খারাপ। একটু পরে দাওয়াত অথচ নখ পুরো হলুদ হয়ে আছে। এখন উপায়? উপায় তো নিশ্চয়ই আছে।

ঘরোয়া কিছু উপাদানেই আপনার নখের হলদেটে দাগ নিমিষেই দূর করা সম্ভব। তাহলে জেনে নিন নখে মশলার দাগ দূরীকরণের উপায়সমূহ।

♦ সাদা টুথপেস্ট

আপনি কি জানেন দাঁত সাদা করার টুথপেস্ট আপনার নখও সাদা করতে পারে?

নখের ওপর সাদা টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার একটি সফট টুথব্রাশ দিয়ে নখগুলোর উপরে এবং ভেতরে ঘষুন।

এরপর হালকা গরম পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। এতে নখে মশলার দাগ লেগে থাকলে উঠে যাবে সহজেই।

♦ বেকিং সোডা

নখ থেকে মশলার দাগ তুলতে বেকিং সোডাও দারুণ কাজ করে।

১ টেবিল চামচ বেকিং সোডার সাথে ১ চা চামচ লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করুন।

পেস্টটি নরম টুথব্রাশে লাগিয়ে নখের ওপর এবং ভেতরে ঘষুন। মিশ্রণটি নখে রেখে দিন।

১০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে নখ ধুয়ে ফেলুন। মশলার দাগ নিমিষেই গায়েব।

♦ লেবুর রস

নখ থেকে মশলার দাগ তুলতে লেবুর রস বেশ কার্যকরী।

একটি কাপে আস্ত লেবুর রস চিপে নিন। এবার লেবুর রসে ১০ থেকে ১৫ মিনিট নখ ভিজিয়ে রাখুন।

তাঁর পর লেবুর খোসাগুলো দিয়ে নখগুলো ঘষে নিন। তারপর পানি দিয়ে নখ ধুয়ে ফেলুন।

দেখবেন নখের হলদে ভাব দূর হয়ে গেছে। এই সঙ্গে নখগুলো চকচকেও দেখাবে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.