0

                     প্রেস বিজ্ঞপ্তি  :

সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ইন্দোনেশিয়া জলসীমায় নির্রাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া ২৫জন বাংলাদেশী নাগরিকে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রেরণ করে।এর মধ্য ১৮বছরের নিছে চট্টগ্রাম জেলার বাশঁখালী উপজেলার ২জন ১। নুরুল কবির, ২। আব্দুল খালেক এবং রাঙ্গুনীয়া উপজেলার ১জন মোঃ হোসেন সহ মোট ৩ (তিন )জন বেনিফিসারীকে বাংলাদেশ বিমান বন্দর থেকে গ্রহন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পারিবারিক যোগাযোগ পূনঃস্থাপন বিভাগএর মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট গত ০৫/০৮/১৫ইং তারিখ হস্তান্তর করা হয়। অদ্য ০৬/০৮/২০১৫ইং তারিখ উক্ত ৩ জনকে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এর উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সম্মানিত সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম তাদের পিতা মাতার নিকট হস্তান্তর করেন।এই হস্তান্তর উপলক্ষ্যে রেড ক্রিসেন্ট ভবনে এক সভা ইউনিটের চেয়ারম্যান চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপত্বিতে অনুষ্টিত হয়।সভায় আটক হওয়া বাংলাদেশের নাগরিক ও তাদের পরিবারদের উদ্দেশ্য ও উপস্থিত বিভিন্ন পযার্য়ে জনগনের মাঝে সচতেনতামুলক বক্তব রাখেন।রেড ক্রিসেন্ট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত হলে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টএর আওতায় পরিচালিত জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল,রেডক্রিসেন্ট মিডওয়াফ ইনষ্টিটিট, রেড ক্রিসন্ট নাসিং ইনষ্টিটিউট,থ্যালাসেমিয়া সেন্টারের পক্ষ থেকে ফুলেরতোড়া দিয়ে শুভে”ছা জ্ঞাপন করেন প্রধান জনাব মেজবাহ উদ্দিন রেড ক্রিসেন্ট সোসাইটির আর্তমানবতার কর্মকান্ড দেখে নেতৃবৃন্দদের ভুয়শি প্রশাংসা করেন।উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে ইউনিটের সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার,চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন,সোসাইটির সিপিপি পরিচালক খায়রুল আনাম খান ,ইউনিটের কর্মকর্তা ,যুব রেড ক্রিসেন্ট সদস্য , স্থানীয় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.