বাংলাদেশকে স্বাধীন করা ও শোষণহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করা স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু

0

 ঢাকা অফিস  :  তোফায়েল আহমেদ বলেন, ‘১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, আমাদের স্বাধীনতাকেও হত্যা করে অন্ধকারে নিমজ্জিত করা হয়েছিল। আর এখন সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন বঙ্গবন্ধুরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যেমন দুটি স্বপ্ন দেখতেন, তেমনি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুটি স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করা ও শোষণহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করা। আর শেখ হাসিনার স্বপ্ন হলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করা এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা। তার মধ্যে ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয়, এখন বাস্তবতা। কারণ বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে বাংলাদেশকে সে পথে নিয়ে গেছেন, কাজ করে যাচ্ছেন।’

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন, ‘উনি (খালেদা জিয়া) বলেছিলেন, সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবেন না। কিন্তু আল্লাহর কী রহমত, ৯২ দিন পরে উনি কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। কিন্তু ফেরেনি অনেক মায়ের সন্তানরা। সেই সন্তানরা হলেন বাসের ড্রাইভার, হেলপারসহ পেট্রোল বোমায় নিহত শিশুসন্তানসহ অনেকে।

’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আজকে বিচারের মুখোমুখি হয়েছেন। বাংলার মানুষের গণ-আদালতেও একদিন আপনার বিচার হবে।’

গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনোত্তর বিএনপি-জামায়াত জোটের সহিংসতা তুলে ধরে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনি ৯২ দিন মহাসড়ক অবরোধ করে দেশের এক্সপোর্ট কমিয়ে দিয়েছেন, গাড়ি চলাচল বন্ধ করেছেন। এসব অপরাধের জন্য বাংলার মানুষের গণ-আদালতে একদিন আপনার বিচার হবে।’

এ সময় ডাকসুর প্রাক্তন এই ভিপি রাজনৈতিক জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাতও কামনা করেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ।

 

 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.