থামছেনা রোহিঙ্গাদের লাশের মিছিল

0

নিজস্ব প্রতিনিধি::মিয়ানমারে সেনা অভিযানের মুখে নৌপথে বাংলাদেশে পালিয়ে আসার সময় নাফ নদীতে রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় আরও ছয় রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে তিনজন, সাবরাং থেকে দুইজন ও নোয়াখালী পাড়া থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মাইন উদ্দিন খান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসার পথে বুধবার ভোরে নাফ নদীতে রোহিঙ্গাদের ১১টি নৌকা ডুবে যায়। সেদিনই ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। আজ আরও ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় অনেকেই সাঁতরে তীরে উঠে এলেও এখনো শতাধিক রোহিঙ্গা নিখোঁজ।

মিয়ানমারে নতুন করে সহিংসতা সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে নিহত ৭১ জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.