চন্দনাইশে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ::উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে চন্দনাইশে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শনিবার ৯ সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা উপজেলা অডিটরণে উপজেলা শিক্ষা কর্মকতা সেলিনা আকতারের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুর রহমান। সহকারী শিক্ষা কর্মকর্তা হাছান আল মামুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, রির্সোস সেন্টারের ইন্সেটেক্টর আবদুর রাজ্জাক, এডিশনাল পি.পি এড. মো. দেলোয়ার হোসেন,মাস্টার আহসান ফারুক, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন এনজিও প্রতিনিধি নুরুল হক চৌধুরী প্রমুখ।

সবাই বক্তাগণ বলেন নিরক্ষরমুক্ত বাংলাদেশ করতে সবাইকে স্বাক্ষর জ্ঞানের পাশাপাশি অক্ষর জ্ঞান শিখাতে হবে বর্তমানে বাংলাদেশের স্বাক্ষরতার হার ৭২.৩ শতাংশ। তা শতভাগ পূরণ করতে সবাইকে সরকারের সাথে কাজ করার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.