জাতির উন্নয়নের জন্য সময়োপযোগী ও মানসম্মত শিক্ষা প্রয়োজন

0

সিটিনিউজ ডেস্ক : চন্দনাইশের বৈলতলী ইউনুছ মার্কেটস্থ ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান “পারফেক্ট এডুকেশন সেন্টার (পিইসি)” উদ্যোগে শিক্ষা উৎসব ৮ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিজ্ঞান-গণিত অলিম্পিয়ার্ড, ঈদ-পুনমিলনী, মধ্যাহ্নভোজ, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃতি, পুরস্কার বিতরণ ইত্যাদি।

প্রতিষ্ঠানের প্রধান পরিচালক সুব্রত দেবনাথ এর সভাপতিত্বে ও শিক্ষক ইমরান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয়ের দাতা (১ মেয়াদ) ও বরমা মাদরাসার এমএমসি’র সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল।

প্রধান বক্তা ছিলেন শিক্ষক জিয়াউল হক। উদ্বোধক ছিলেন আনিছুল হক মিঠু। বিশেষ অতিথি ছিলেন মাস্টার ছোটন সুশীল, মাস্টার গোলাম মাহমুদ টিটু, মাস্টার ইমরান ইমি ও মিসেস জয়া দেবী।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাবেদ হোসেন, মিরহান উদ্দিন, কানিজ ফাতেমা, তানজিনা সুলতানা হ্যাপি, তানজু আকতার প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “শিক্ষা ও বর্তমান সমাজ ব্যবস্থায় তথ্য প্রযুক্তির অবদান বেশি”। বিতর্কে পক্ষের দল বিজয় লাভ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব ও জাতীয় উন্নয়নের জন্য প্রয়োজন সময়োপযোগী ও মানসম্মত শিক্ষার প্রয়োজন। এই প্রয়োজনীয়তা ও কার্যক্রমকে আরো অর্থবহ করবে তথ্য প্রযুক্তি।

শিক্ষার সাথে পাঠ্যজ্ঞানের পাশাপাশি সাহিত্য সংস্কৃতিসহ সহপাঠ ক্রমিক কার্যক্রম চর্চা করতে হবে। বিনোদনমূলক অনাগ্রহীদেরও শিক্ষায় আগ্রহী করে তোলে।

শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় শিক্ষক, অবকাঠামো ও উপকরণ এবং সুবিধাদী থাকা উচিত। প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সুবিধা থাকা উচিত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.