রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী মালয়েশিয়ান বিমান চট্টগ্রামে

0

নিজস্ব প্রতিবেদক:: রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ সামগ্রী নিয়ে চট্টগ্রামে এসেছে একটি মালয়েশিয়ার বিমান। আজ শনিবার সন্ধ্যায় A-400 Am নামের ওই ফ্লাইট চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে পৌঁছেছে। বিমানটিতে মালয়েশিয়ার ৭জন ক্রু রয়েছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন বলেন, ১২ টন ত্রাণ নিয়ে বিমানটি চট্টগ্রাম আসে। তারা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে ত্রাণসামগ্রীগুলো হস্তান্তর করেছেন। ত্রাণের মধ্যে চাল, শিশু খাবার, গুঁড়ো দুধ, পানি বিশুদ্ধকরণ বড়ি, তোয়ালে, কাপড়, খেজুরসহ ১৪ ধরনের ১২ টন সামগ্রী রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে আসা খাদ্যসহ ১৪ রকমের সামগ্রী আমরা পেয়েছি। কাস্টমস প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ত্রাণ আমি কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেব। কক্সবাজার প্রশাসন তা রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করবে। রবিবার এসব ত্রাণ কক্সবাজার পৌছানো হবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.