এসি রুমে বসে মির্জা ফখরুল সাহেবরা ব্রিফিং করছেন- শামীম

0

শহিদুল ইসলাম, উখিয়া(কক্সবাজার),সিটিনিউজ ::  বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, রোহিঙ্গাদের পাশে না দাঁড়িয়ে ঢাকায় এসি রুমে বসে মির্জা ফখরুল সাহেবরা ব্রিফিং করছেন ।

বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে বসে যে ষড়যন্ত্র করছে তা কখনো বাংলার মাটিতে করতে পারবেনা। গত ক’দিন ধরে উখিয়ায় ঘুরে দেখা গেছে রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

আমার মনে হয় ৫ লক্ষাধিক রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছে। ওরাও মানুষ। মানুষ মানুষের জন্য। একমাত্র আওয়ামীলীগই মানব কল্যাণে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।

নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উখিয়ায় আগমণ উপলক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ালীগের উদ্যোগে রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জরুরী সভা অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথাগুলো বলেন।

উখিয়া উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির যুগ্ম সম্পাদক প্রশান্ত ভূষন বড়ুয়া, রামু-কক্সবাজারের সংসদ সদস্য সাইমম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য আশরাফ জাহান কাজল, জেলা আওয়ামীলীগ সদস্য বদরুল হাসান মিল্কি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম। উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, মাহবুব আলম মাহাবু, ফরিদুল আলম কন্ট্রাক্টর, রত্নাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, আওয়ামীলীগ নেতা মাষ্টার ছৈয়দ আলম, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্টো, কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরশেদ হোসেন তানিম, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.