একটি মোবাইল দিয়ে অন্য মোবাইল ও চার্জ দেয়া যাবে- জেনফোন ম্যাক্স

0

সিটিনিউজবিডি  :   আসুসের জেনফোন সিরিজে যোগ হলো নতুন একটি স্মার্টফোন। ফোনটির মডেল জেনফোন ম্যাক্স। এটি একটি মধ্যম ঘরানার ফোন। ফোনটির বড় বিশেষত্ব হলো এতে আছে ৫০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি। ফলে ফোনটি দীর্ঘক্ষণ সচল থাকবে। অন্যদিকে এই ফোনটি দিয়ে অন্যফোনও চার্জ দেয়া যাবে।

আসুস জেনফোন ম্যাক্সে আছে সাড়ে পাঁচ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেতে গরিলা গ্লাস ৪ প্রটেকশন রয়েছে। ফলে ফোনের ডিসপ্লেতে সহজে আচড় লাগবে না।

ফোনটিতে আছে ৪১০ চিপসেট ১.২ গিগাহার্টজের কোয়ার কোর সিপিইউ, ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।

জেনফোন ম্যাক্সের রিয়ার ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল। সঙ্গে আছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্লাশ এবং লেসার এসিসটেড অটোফোকাস। অন্যদিকে সেলফি ক্যামেরায় আছে ৫ মেগাপিক্সেল। এই ক্যামেরা দিয়ে ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে।

এই ফোনটি অ্যানড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম চালিত। এটি ৪ জি, ৩ জি, জিপিএস, ব্লুটুথ নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।

এই অক্টোবরে স্মার্টফোনটি বাজারে আসবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.