শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

0

সিটিনিউজবিডি  :   শনিবার সারাদেশের ১০৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪৯৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৮৭টি দাখিল মাদরাসা ও ৬১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট দিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলামের ভাষায়, শিশু-কিশোররা যাতে গণতন্ত্র শিখতে পারে, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠতে পারে সে লক্ষ্যেই এ আয়োজন।

শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থী পর্যায়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন তরুণ প্রজন্মকে গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করবে।’school

তিনি বলেন, ‘১৯৭৫ সালের এই আগস্ট মাসে স্বাধীনতাবিরোধী চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশের গণতন্ত্র ধূলিসাৎ করে দেয়, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়। স্বৈরশাসকরা নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে ছাত্রসমাজকে ব্যবহার করে, শিক্ষাঙ্গনকে কলুষিত করে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের ছাত্র সমাজের সোনালী ঐতিহ্য ফিরে আসুক, আমাদের কোমলমতি শিশুকিশোররাও গণতন্ত্রচর্চা শিখুক, নৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হোক। সে জন্যই এই স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আয়োজন। ক্ষুদে শিক্ষার্থীদের এ সুশৃঙ্খল গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক প্রভাব জাতীয় পর্যায়ে পড়বে। যারা তরুণ শিক্ষার্থী, আগামীকাল তারাই দেশ চালাবে। আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম সেভাবেই যোগ্য হয়ে গড়ে উঠুক।’

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.